Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা ক্রীড়া অফিস, বরগুনা এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম । আমাদের সম্পর্কে যে কোন তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, ধন্যবাদ ।


শিরোনাম
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৩-২০২৪) এর আওতায় বরগুনা সদর উপজেলায় গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ।
বিস্তারিত

বরগুনা সদর উপজেলায়  গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাবাডী প্রতিযোগিতা  ওপুরুস্কার  বিতরন অনুষ্ঠান সমাপ্ত

                                                                                           ----------------------------------------------------------------------------------

 যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যগে  জেলা ক্রীড়া অফিস,  বরগুনা এর ব্যবস্থাপনায়  বার্ষিক ক্রীড়া  কর্মসূচী ২০২৩-২০২৪  অথ বছরের আওতায় বরগুনা সদর উপজেলায় নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক  বিদ্যালয় মাঠে ০৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ব্যপক উৎসাহ উদ্দিপনার  মধ্য দিয়ে কাবাডী প্রতিযোগিতা সমাপনি ও  পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে  প্রধান অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন  জনাব  মো: জসিম উদ্দিন  জেলা শিক্ষা  অফিসার, বরগুনা। অনুষ্ঠানে  বিশেষ   অতিথি ছিলেন   অত্র  প্রতিষ্ঠানের  প্রধান শিক্ষক,  জনাব মো: নাজমুল ফারুক ,  অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন  জনাব  সাপাতুল ইসলাম  , জেলা ক্রীড়া অফিসার , বরগুনা ।  এ সময় বক্তারা  তাদের বক্তব্যে বলেন  বর্তমান  প্রজন্মকে  মাদক , ইভটিজিং ও বিভিন্ন  অসামাজিক  কাযক্রম থেকে বিরত থাকতে  খেলাধুলার  কোন বিকল্প  নাই। এ সময় প্রচুর  ক্রীড়া মোধী দর্শক   উপস্থিত  থেকে  খেলাটি  উপভোগ  করেন ।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
07/09/2023
আর্কাইভ তারিখ
30/09/2024